বিএনপি প্রার্থীর মৃত্যুতে শ্রীপুর পৌর নির্বাচনের মেয়র পদে ভোট গ্রহণ স্থগিত।
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত তারিখের ঠিক একদিন আগে বুধবার সকালে বিএনপি’র মেয়র প্রার্থী মো. শহীদুল্লাহ শহীদ (৪৯) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় মেয়র পদে নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার (৯ডিসেম্বর) গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও শ্রীপুর পৌরসভার নির্বাচনের রিটানিং কর্মকর্তা কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করে মেয়র পদে নির্বাচন স্থগিতের ঘোষণা করেন।
রিটানিং কর্মকর্তা আরও জানান, মেয়র পদপার্থী (বিএনপি মনোনীত) মো.শহীদুল্লাহ মারা যাওয়ার ফলে নির্বাচন বিধি অনুযায়ী মেয়রপদে নির্বাচন স্থগিত থাকবে, বাকিপদে নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে ওই মেয়র পদে তারিখ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চিঠিতে আরও জানানো হয়, গত ২২নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ও জেলা নির্বাচন কার্যালয়, গাজীপুরের মাধ্যমে শ্রীপুর পৌরসভার সাধারণ
নির্বাচনের সময়সূচী ঘোষণা করা হয় এবং ৩ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। আগামী ২৮ডিসেম্বর ২০২০ইং তারিখে অনুষ্ঠিতব্য শ্রীপুর পৌরসভা
সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত বৈধ প্রার্থী জনাব মো: শহিদুল্লাহ শহিদ অদ্য ০৯/১২/২০২০খ্রি: তারিখে মৃত্যুবরণ করায় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ২০ অনুসারে আমি কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা,
গাজীপুর ও রিটানিং কর্মকর্তা, শ্রীপুর পৌরসভা নির্বাচন-২০২০ অদ্য ০৯/১২/২০২০খ্রি: তারিখে শ্রীপুর পৌরসভা সাধারণ নির্বাচন-২০২০ এর মেয়র পদের নির্বাচনী কার্যক্রম বাতিল করিলাম।
গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল ইসলাম বাবুল জানান, বেশ কিছুদিন ধরেই তিনি ফুসফুসীয় রোগে ভুগছিলেন। দুইসপ্তাহ আগে তার দেহে করোনা লক্ষণ দেখা দিলে পরীক্ষার রেজাল্টে করোনা পজিটিভ আসে। প্রথমে তাকে ২৮ নভেম্বর ঢাকার উত্তরা হাই কেয়ার হসপিটালে ভর্তি করা হয়। পরে
অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সোয়া ১১টার দিকে তিনি মারা গেছেন। অন্যদের সঙ্গে গত ১লা ডিসেম্বর তিনি বিএনপি দলীয় প্রার্থী হয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। আগামী ২৮ডিসেম্বর শ্রীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।নির্বাচনে মো.শহীদুল্লাহ শহিদ ছাড়াও মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মো:আনিছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের (আমীর পীর সাহেব চরমোনাই) মনোনীত মুহা: ফরহাদ আহমেদ রফিক মমতাজী'র মনোনয়নপত্র দাখিল করেছেন।